Ad Space 100*120
Ad Space 100*120

ওয়েভ ফাউন্ডেশনের কর ন্যায্যতা বিষয়ক ২ দিনের কর্মশালা


প্রকাশের সময় : ১ বছর আগে
ওয়েভ ফাউন্ডেশনের কর ন্যায্যতা বিষয়ক ২ দিনের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশন এর আয়োজনে এবং উন্নয়ন সহযোগী সংস্থা ক্রিশ্চিয়ান এইড-এর সহায়তায় ‘প্রোমোটিং সিটিজেনস্ পার্টিসিপেশন ফর প্রোগ্রেসিভ ট্যাক্সেশন’ প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কর ন্যায্যতা বিষয়ক কর্মশালার আয়োজন করে। গত ০৫-০৬ফেব্রুয়ারি,ব্যুরো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রশিক্ষণ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর জেলার নাগরিক সমাজের সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।২ দিনের এই কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের ট্রেইনার মোঃ আব্দুস সবুর, প্রোগ্রাম অফিসার জহুরুল ইসলাম জুয়েল। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন,বাংলাদেশ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস্ এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মাদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব চট্টগ্রামের প্রকল্প সমন্বয়ক সম্পা কে নাহার, চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের কার্য নির্বাহী সদস্য শাহিন শিরিন, (ক্যাব) লক্ষ্মীপুরের সাধারণ সম্পাদক পারভিন হালিম,সাংবাদিক মো: রবিউল ইসলাম প্রমুখ। এই কর্মশালায় বক্তারা কর প্রদান, কর ব্যবস্থাপনা, ভ্যাট ও ভ্যাট ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে উপর ধারণা প্রদান করেন। ২ দিনের এই প্রশিক্ষন কর্মশালায় প্রায় ২৬ জন বিভিন্ন নাগরিক পেশার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।