Ad Space 100*120
Ad Space 100*120

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে লক্ষ্মীপুরে প্রেস ব্রিফিং


প্রকাশের সময় : ১ বছর আগে
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে লক্ষ্মীপুরে প্রেস ব্রিফিং

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হবে। এই উপলক্ষে আজ মঙ্গলবার বিকাল ৪টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মীরা।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ জানান ডিজিটাল মেলার স্টল থেকে সরকারি—বেসরকারি ডিজিটাল সেবা প্রদান। ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সেবার মান উন্নয়নে নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ।
স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবন প্রদর্শন। উদ্ভাবনী আইডিয়া, স্মার্ট সিটি, স্মার্ট এগ্রিকালচার, স্মার্ট স্বাস্থ্য সেবা, স্মার্ট পাবলিক সার্ভিস ও সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী আইডিয়া নিয়ে বিষয় ভিত্তিক ৪টি প্যাভিলিয়নসহ ১৬টি স্টল থাকবে। তিনি মেলা উপলক্ষে প্রচার প্রচারণার মাধ্যমে সাংবাদিকদের সহযোগী করার আহবান জানান।