Ad Space 100*120
Ad Space 100*120

তৃণমূলে ইফতার সামগ্রী পেঁৗছে দিচ্ছে লক্ষ্মীপুরের যুবলীগ নেতা বায়েজীদ


প্রকাশের সময় : ১১ মাস আগে
তৃণমূলে ইফতার সামগ্রী পেঁৗছে দিচ্ছে লক্ষ্মীপুরের যুবলীগ নেতা বায়েজীদ

লক্ষ্মীপুর প্রতিনিধি : পবিত্র রমজান মাস উপলক্ষে লক্ষ্মীপুর জেলাজুড়ে বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণ করছে যুবলীগ। রমজানের শুরু থেকেই এই কার্যক্রম পরিচালনা করছে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া। এরই ধারাবাহিকতায় শনিবার (৮ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকায় হাজী আমজাদ আলী পাটোয়ারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, খেজুর, ট্যাং, পেঁয়াজ, মটর ডাল, চিনি, মুড়ি ও চাল ইত্যাদি।
এ বিষয়ে জেলা যুবলীগ নেতা বায়েজিদ ভঁুইয়া জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে রমজানের শুরু থেকে জেলার বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া মানুষের হাতে ইফতার ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এ ধারা অব্যাহত থাকবে। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুবলীগ নেতা দিপু মাহমুদ, রাজু পাটওয়ারী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।