Ad Space 100*120
Ad Space 100*120

বিশ্ব বসতি দিবস লক্ষ্মীপুরে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ২ years ago
বিশ্ব বসতি দিবস লক্ষ্মীপুরে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৩ অক্টোবর (সোমবার) বিশ^ বসতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী লাবন্য বড়–য়া এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু,জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন,গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ। এসময় জেলা প্রশাসন/গণপূর্ত অধিদপ্তরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।