Ad Space 100*120
Ad Space 100*120

যুবদলের সমন্বয় সভা পুলিশের বাধায় পন্ড


প্রকাশের সময় : ২ years ago
যুবদলের সমন্বয় সভা পুলিশের বাধায় পন্ড

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ আগামী ১৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পুর্ব ঘোষিত জেলা সমাবেশ কে কেন্দ্র করে জেলা যুবদলের সাথে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সমন্বয় সভা আজ পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। আজ(১১ জানুয়ারি) মঙ্গলবার দুপুর ১২ টায় শহররে শাহীবাগে(বিশ্বরোড মোড়) মিনিবাস মালিক গ্রুপ সমিতির পিছনে সমন্বয় সভা চলছিলো। চাঁপাইনবাবগন্জ্ঞ জেলা যুব দলের সভাপতি তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে আগামী ১৭ জানুয়ারির জেলা সমাবেশ কে সফল করতে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সমন্বয় সভা চলাকলীন পুলিশ এসে বাধা দেয় এবং সভার ব্যানার খুলে নেয়। এ সময় সেখানে উপস্থিত সদর মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মিন্টু রহমান জানান, পুলিশের পুর্ব অনুমতি না থাকায় সভা করতে দেওয়া হয়নি,তাছাড়া গত রাতেই কেন্দ্রীয় বিএনপি জেলা সমাবেশ স্থগিত করেছে বলে জানান তিনি। এ সময় সভায় উপস্থিত কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ দ্রুত মাইক্রো বাস যোগে সভাস্থল ত্যাগ করে।এ বিষয়ে জেলা যুব দলের সভাপতি তবিউল ইসলাম তারিফের কাছে জানতে চাইলে,পরে কথা বলবেন বলে দ্রুত গাড়িতে উঠে চলে যান। সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ সভাপতি গোলাম রাব্বানী, সহ সম্পাদক রফিকুল ইসলাম রতন,ওবায়দুর রহমান সুইট,সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক ও মোজাম্মেল জামানী সহ স্থানীয় যুবদলের ৩০/৩৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।