Ad Space 100*120
Ad Space 100*120

রামগঞ্জে আগুনে পুঁড়লো ৭টি বসতঘর


প্রকাশের সময় : ১ বছর আগে
রামগঞ্জে আগুনে পুঁড়লো ৭টি বসতঘর

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ ভয়াভহ অগ্নিকান্ডে ৭টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে নগদ অর্থ পুড়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়—ক্ষতি হয়েছে।ঘটনাটি ঘটেছে, বুধবার (১মার্চ) রাত আনুমানিক ১১:১৫ মিনিটে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৩নং পূর্ব নোয়াগাঁও ওয়ার্ডের মস্তান বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান মোস্তানের বিদ্যুতের মিটার থেকেই আগুনের এই সূত্রপাত হয়। এতে মুহুর্তেই আগুন একের পর এক ঘরে ছড়িয়ে পড়ে। এতে আবুল কাশেম মোস্তান, আনোয়ার হোসেন মোস্তান ও শাহজাহান মোস্তানের ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে দোচালা ঘর তিনটি ও বড় ঘর তিনটি। ক্ষতিগ্রস্তারা তিনজনই আপন ভাই। এ ছাড়া তাদের মামাতো ভাই আইয়ুব আলী মোস্তানের ঘরের কিছু অংশ পুড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অগ্নিকান্ডে নগদ ৩লক্ষ টাকা, স্বর্ণঅলংকারসহ প্রয়োজনীয় সকল আসবাবপত্র মুহুর্তেই পুড়ে ছাঁই হয়ে যায়।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল হাসান জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছি। কাঁচা ঘর হওয়াতে খুব দ্রুতই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, এটা খুবই দুঃখ জনক ও হৃদয়বিদারক। আমরা অবশ্যই সরকারি সকল সুযোগ সুবিধা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তর করব।