Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে এতে প্রধান বক্তা ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরীদা ইয়াসমিন লিকা, পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরসহ লক্ষ্মীপুর জেলা, উপজেলা, পৌর আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২৩ জুন উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার কে এস দাস লেনের রোজ গার্ডেনে প্রতিষ্ঠা হয় এ দলটির। সংগঠনটির প্রথম কমিটিতে মওলানা ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক এবং জেলে থাকা অবস্থায় যুগ্ম-সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান।