Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি: পরিবর্তিত বিশে^ প্রবীণ ব্যাক্তির সহনশীলতা এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ০১ অক্টোবর (শনিবার) সকালে জেলা সমাজ সেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুরএ আলম, প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি রুহুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রফেসর মাহবুবুর রশিদ চৌধুরী প্রমুখ।
পরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে সমাজ সেবার নিবন্ধীত ৬৭ স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দের হাতে প্রায় মোট ১৩ লাখ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।