Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) উদ্যোক্তা মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণ


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প (বিসিক) উদ্যোক্তা মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরণ

 

লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন (বিসিক) এর আয়োজনে গত (২০—৩০ জানুয়ারী) ১০ দিন ব্যাপি বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী ৩০ জানুয়ারী (সোমবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন। লক্ষ্মীপুর বিসিক এর উপব্যবস্থাপক মো: মাকছুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহেল রানা, চেম্বার অব কমার্স জেলা শাখার সভাপতি এম আর মাসুদ,সহকারী কমিশনার (ভূমি) তোহিদুর রহমান, অমিত কুমার বিশ^াস, উদ্যোক্তা জান্নাতুল নাঈম প্রমুখ। পরে অতিথিবৃন্দ ১০ দিনব্যাপি মেলার সেরা ৩ টি ষ্টলসহ অন্যান্য উদ্যোক্তাদের সম্মাননা হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।
আয়োজকরা জানান কুটির মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পন্যের প্রচার ও প্রসার, বিক্রয় সম্প্রসারণে সহায়তা, মেলার মাধ্যমে নতুন উদ্যেক্তা সৃষ্টিতে সহায়তা, উদ্যোক্তা ও ক্রেতার মধ্যে পারষ্পারিক যোগাযোগ ও সংযোগ বৃদ্ধিতে সহায়তা এবং উদ্যেক্তাদের উৎপাদিত পন্যের মান উন্নয়নে সৃজনশীল মতামত প্রাপ্তির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। ১০ দিনে মেলায় ৮ লাখ ৩৭ হাজার পন্য বিক্রি হয়েছে।