Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে জটিল রোগে আক্রান্ত ২১৪ জনের মাঝে ১ কোটি ৭লাখ টাকার চেক বিতরণ


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে জটিল রোগে আক্রান্ত ২১৪ জনের মাঝে ১ কোটি ৭লাখ টাকার চেক বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্টোকে প্যারালাইজডসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ২১৪ জনের মাঝে ১ কোটি ৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
২৪ জুন (শনিবার) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বিতরণী অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
জেলা সমাজ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর—এ আলম,সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন প্রমুখ।
এ ব্যাপারে জেলা সমাজ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী জানান, জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে সদর ও পৌর এলাকার ১১৪ জনের মাঝে ১ কোটি ৭ লাখ টাকা এবং বাকী ১০০ জনের মাঝে ১ কোটি টাকার চেক অন্যান্য উপজেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে প্রদান করা হয়েছে।