Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গঁবন্ধুর বাংলাদেশ এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ১ নভেম্বর (মঙ্গলবার) সকালে লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ঋনের চেক বিতরনী যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে অনুষ্ঠিত হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর ই আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই চাকমা, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জসীম উদ্দীন আহাম্মদ খান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: জুবায়ের হোসেন,জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণার্থীদের মাঝে ঋণের চেক বিতরন করেন অতিথিবৃন্দ।