Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়

প্রতিনিধি: ১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্নার মাগফেরাত কামনা বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মেহের নিগার, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভৃঁইয়া,বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, রেজ্জাকুল হায়দার চৌধুরী, আবুল বাশার বশির, বনশ্রি পাল চৌধুরী প্রমুখ।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে বিজয় চতুরস্থ শহীদ স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বাগবাড়ি গণকবরে মাগফেরাত কামনা দোয়ার আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে পালিত হচ্ছে এই মহান বিজয় দিবস।