Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে মৎস্যজীবী জেলেদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুরে মৎস্যজীবী জেলেদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন

লক্ষ্মীপুর প্রতিনিধি: করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশ উৎপাদন এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে (০১—০৭ এপ্রিল) জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে (মঙ্গলবার) বিকেলে চর রমণী মোহন ইউনিয়নের ডা: আব্দুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে মৎস্যজীবী জেলেদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতার আয়োজনে করেন সদর উপজেলা মৎস্য বিভাগ। খেলার মধ্যে মহিলাদের নিয়ে বালিশ, চেয়ার, পুরুষদের নিয়ে কাবাডি ও সাতাঁর প্রতিযোগীতার আয়োজন করা হয়।
এতে বিভিন্ন জেলে, মৎস্যজীবী ও তাদের পরিবারের লোকজন, জেলে সমিতি ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশের মজু চৌধুরী হাট শাখার ইনচার্জ আবু তাহের, আব্দুল হক উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেন, সাংবাদিক মো: রবিউল ইসলাম খান, মো: শাহিন প্রমুখ।