Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে সজিব হত্যার ঘটনায় প্রতিবাদ ও শোক সভা


প্রকাশের সময় : ১১ মাস আগে
লক্ষ্মীপুরে সজিব হত্যার ঘটনায় প্রতিবাদ ও শোক সভা

প্রতিনিধি: লক্ষ্মীপুরে কৃষকদল কর্মী সজিব হোসেন (১৮) হত্যার ঘটনায় প্রতিবাদ ও শোক সভা করেছে বিএনপি। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসভবন সামনে এই সভার আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও সদর (পূর্ব) বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দ্রুত সময়ের মধ্যে সজিব হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। আমাদের ওপর হামলা করে আবার আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীরা হামলা মামলাকে ভয় পায় না। শেখ হাসিনার পতন নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।