Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুর সরকারী কর্মকর্তাদের নিয়ে ব্র্যাক চলমান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুর সরকারী কর্মকর্তাদের নিয়ে ব্র্যাক চলমান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে সরকারী কর্মকর্তাদের বেসরকারী এনজিও ব্র্যাক চলমান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা ২৮ আগষ্ঠ (রোববার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক অরুন কুমার দাস। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমতিয়াজ হোসেন, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শান্তনু চৌধুরী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো: ইউনুছ মিয়াসহ বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার সহ বিভিন্ন সরকারী দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জেলার ব্র্যাকের চলমান কর্মসূচি তুলে ধরা হয়। এসময় ব্র্যাকের পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন আ লিক ব্যবস্থাপক মো: রাশিদুল হক, মো: আমিনুল ইসলাম, জেলা সমন্বয়ক ফেনী সুমন চৌধুরী, এলাকা ব্যবস্থাপক মো: ফরিদ উজ জামান প্রমুখ।