Ad Space 100*120
Ad Space 100*120

শহরের সুবিধা পাবে লক্ষ্মীপুরের হোসেনপুর মডেল গ্রাম


প্রকাশের সময় : ২ years ago
শহরের সুবিধা পাবে লক্ষ্মীপুরের হোসেনপুর মডেল গ্রাম

লক্ষ্মীপুর প্রতিনিধি: আমার গ্রাম আমার শহর’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দর্শন। এই দর্শন বাস্তবায়নের মাধ্যমে হোসেনপুর হবে একটি মডেল গ্রাম।গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়, তাই গ্রামে শহরের সব সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।
রবিবার (১৯ জুন) বিকেলে আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে হোসেনপুর মডেল গ্রাম উন্নীতকরণে জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজনের সাথে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম, জেলা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক ড. জাকির হোসেন, প্রমুখ। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।