Ad Space 100*120
Ad Space 100*120

শুক্রবার আড়াইটায় দুপুর আড়াইটায় কাকরাইল থেকে বিএনপির গণমিছিল শুরু


প্রকাশের সময় : ১ বছর আগে
শুক্রবার আড়াইটায় দুপুর আড়াইটায় কাকরাইল থেকে বিএনপির গণমিছিল শুরু

৩০ ডিসেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। দুপুর আড়াইটায় কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে মূল মিছিল শুরু হবে। ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ থাকবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখানে শুধু বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

এরপর গণমিছিলের সম্মুখে থাকবে জাতীয়তাবাদী মহিলা দল। তারপরে জাতীয়তাবাদী ছাত্রদল। এভাবে একে একে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, জাসাস এবং পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ১৩টি ভাগে মিছিল নিয়ে সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। এরই মধ্যে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীর সদস্যরা সংশ্লিষ্ট স্পটে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।