Ad Space 100*120
Ad Space 100*120

শোক দিবসে যুবলীগের খাবার বিতরণ ও দোয়া মাহফিল


প্রকাশের সময় : ৯ মাস আগে
শোক দিবসে যুবলীগের খাবার বিতরণ ও দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, শোকসভা, কোরআন খতম, দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করেছে যুবলীগ।মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের মীরগঞ্জ স্কুল মাঠে এ দোয়া মাহফিল হয়। পরে এক হাজারের অধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়া। তিনি বঙ্গবন্ধুর জীবন দর্শন তুলে ধরে বক্তব্য দেন।শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মাষ্টার, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাকিল চৌধুরী। এতে যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।