Ad Space 100*120
Ad Space 100*120

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা চালাবেন না সেই যুবলীগ নেতা


প্রকাশের সময় : ২ years ago
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা চালাবেন না সেই যুবলীগ নেতা

চট্টগ্রামে একটি প্রকাশনার প্রবন্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে  মামলা চালাবেন না সেই যুবলীগ নেতা। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজার আদালতে লিখিত আবেদন করে মামলা না করার আবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন।

নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলা নেওয়ার আবেদনে তথ্যগত ভুল রয়েছে। তাই মামলাটি না নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। পরে মামলা করবেন কি না প্রশ্নের জবাবে কোনো উত্তর দেননি তিনি।