Ad Space 100*120
Ad Space 100*120

আনল ব্লিচিং পাউডার, মিলল কফি


প্রকাশের সময় : ২ years ago
আনল ব্লিচিং পাউডার, মিলল কফি

বেনাপোল স্থলবন্দর দিয়ে এক পণ্য আমদানির কথা বলে অন্য পণ্য আনা হচ্ছে। ধরাও পড়ছে, লাইসেন্সও বাতিল হচ্ছে। তবু থামছে না।

  • অ্যালুমিনিয়ামের বদলে শাড়ি, লেহেঙ্গা, পাঞ্জাবি।
  • ব্লিচিং পাউডারের প্যাকেটে পাওয়া গেল কফি।
  • স্ক্রুর প্যাকেটে মিলল চিকিৎসাসামগ্রী
  • প্যাকেট ইস্তিরির, খুলতেই বেরোল রুটি তৈরির যন্ত্র।