Ad Space 100*120
Ad Space 100*120

খোলাবাজারে প্রতি ডলার এখন ৯০ টাকা ছুঁই ছুঁই


প্রকাশের সময় : ২ years ago
খোলাবাজারে প্রতি ডলার এখন ৯০ টাকা ছুঁই ছুঁই

প্রায় দেড় বছর পর পর্যটনের জন্য ধীরে ধীরে খুলছে বিভিন্ন দেশের সীমান্ত। করোনার কারণে থেমে যাওয়া বহুজাতিক বিমান সংস্থাগুলো এখন অনেক রুট তথা গন্তব্যে তাদের বিমান চলাচল শুরু করেছে। ফলে মানুষের পেশাগত কাজ, শিক্ষা, চিকিৎসা ও কেনাকাটার জন্য বিভিন্ন দেশে যাতায়াত শুরু হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের খোলাবাজারে ডলারের দামে। গত বৃহস্পতিবার প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৬০ থেকে ৮০ পয়সা।

এর কারণ হিসেবে ডলার ব্যবসায়ীরা বলছেন, বাইরে যাওয়ার জন্য হঠাৎ ডলারের চাহিদা অনেক বেড়ে গেছে। সে তুলনায় হাতে হাতে দেশে ডলার আসছে না। ফলে দাম বেড়ে গেছে। হাতে হাতে ডলার দেশে না এলে এই ঊর্ধ্বগতি শিগগির থামবে না।