চলচ্চিত্র নিয়ে গত কয়েক বছরে বেশ কয়েকটি জরিপ করেছে বিবিসি। ২০১৯ সালে করেছে নারী পরিচালিত সেরা ১০০ ছবির তালিকা। ২০১৮ সালে করেছে সর্বকালের সেরা ১০০ বিদেশি ছবির তালিকা। এতদিন চলচ্চিত্রেই সীমাবদ্ধ ছিল তাদের দৃষ্টি। এবার অন্য দিকে দৃষ্টি দিয়েছে তারা।
২১ শতকের সেরা টিভি সিরিজ কী—৪৩টি দেশের ২০৬ জন টিভি বিশেষজ্ঞের কাছে জানতে চেয়েছিল বিবিসির কালচার বিভাগ। এসব বিশেষজ্ঞের মধ্যে আছেন সমালোচক, সাংবাদিক, একাডেমিক ও টিভি–সংশ্লিষ্ট ব্যক্তিত্ব। ভোটদাতাদের মধ্যে ১০০ জন ছিলেন নারী ও ১০৪ জন পুরুষ। বাকি দুইজন ভিন্ন লিঙ্গের। প্রত্যেকেই তাঁদের পছন্দের সেরা ১০টি টিভি সিরিজের নাম পাঠিয়েছেন।
আপনার মতামত লিখুন :