দক্ষিণ ভারতের বড় একটা দান জিততে যাচ্ছিলেন বলিউডের উঠতি তারকা অনন্যা পান্ডে। তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন ছবি থালাপতি সিক্সটি সিক্স-এ তাঁর কাজ করার কথা চলছিল। দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) তলবে হয়তো কাজটি হারাতে যাচ্ছেন অনন্যা।
শাহরুখ খানের ছেলের সঙ্গে অনন্যার হোয়াটস অ্যাপের আলাপচারিতা থেকে বেরিয়ে এসেছে, অনন্যার কাছে মাদক জোগাড় করে দেওয়ার আবদার করেছিলেন আরিয়ান। অনন্যাও রাজি হয়েছেন। যদিও এর সবই এনসিবির দাবি। গত বৃহস্পতিবার অনন্যার নামে সমন জারি করে তারা। সোমবার দ্বিতীয়বারের মতো তাঁকে ডেকে পাঠায় এনসিবি।
আপনার মতামত লিখুন :