Ad Space 100*120
Ad Space 100*120

নতুন সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য বিনিয়োগ জোগাড় করছেন ট্রাম্প


প্রকাশের সময় : ২ years ago
নতুন সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য বিনিয়োগ জোগাড় করছেন ট্রাম্প

ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ ট্রাম্পবিহীন সামাজিক যোগাযোগমাধ্যম একসময় কল্পনাও করা যেত না।

চলতি বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালালে ফেসবুক ও টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। সেই থেকে তিনি ঘোষণা দিয়ে আসছেন, এবার নিজের নতুন মাধ্যম নিয়ে হাজির হবেন তিনি। সে লক্ষ্যে এখন বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছেন তিনি। পাকাপাকি হলে ৩০ কোটি ডলার বিনিয়োগ পাবেন তিনি।