Mrbee

যারা ধরা পড়েছে, তারা সরকারের পক্ষের লোক: মোশাররফ » গ্রামীণ কন্ঠ
Ad Space 100*120
Ad Space 100*120

যারা ধরা পড়েছে, তারা সরকারের পক্ষের লোক: মোশাররফ


প্রকাশের সময় : ২ years ago
যারা ধরা পড়েছে, তারা সরকারের পক্ষের লোক: মোশাররফ

দেশের বিভিন্ন স্থানে মণ্ডপ-মন্দিরে হামলার ঘটনায় ইতিমধ্যে যাঁরা ধরা পড়েছেন, তাঁরা সরকারপক্ষের লোক বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে খন্দকার মোশাররফ এ অভিযোগ করেন। সাম্প্রদায়িক সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, ‘আগামী দিনের আন্দোলন-সংগ্রাম থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার নানা ফন্দি আঁটছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করাও তাদের একটি পরিকল্পনা।’