Ad Space 100*120
Ad Space 100*120

যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ


প্রকাশের সময় : ১ বছর আগে
যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ

করোনার প্রভাব কাটিয়ে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাকশিল্প। কারখানাগুলোতে প্রচুর ক্রয়াদেশ আসছে। রপ্তানিতেও গতি ফিরেছে। তাতে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রবৃদ্ধিতে চীন ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশকে পেছনে ফেলছে বাংলাদেশ। যদিও প্রবৃদ্ধির সেই দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে ভারত। কয়েক মাস ধরেই ভালো করছে পার্শ্ববর্তী এই দেশ।

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি প্রবৃদ্ধিতে ভারতের চেয়ে পিছিয়ে থাকা নিয়ে বাংলাদেশের রপ্তানিকারকেরা দুশ্চিন্তা করছেন না। তাঁরা বলছেন, পরিমাণের দিক দিয়ে ভারতের রপ্তানি অনেক কম। তবে দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধিতে পিছিয়ে থাকলে তা দুশ্চিন্তার কারণ হবে বলে মনে করেন পোশাকশিল্পের উদ্যোক্তারা।