ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো চলতি বছরের ৮ মাসে ৫ হাজার ৪৩ কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ২৪ দশমিক ৯০ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) বাংলাদেশ ৪৩২ কোটি ডলার বা ৩৬ হাজার ৭২০ কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি করেছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ১১ শতাংশ বেশি। বাজারটিতে চীনের প্রবৃদ্ধি ২৩ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য সময়ে তাদের রপ্তানির পরিমাণ ১ হাজার ১৩৪ কোটি ডলার। আর ভিয়েতনাম রপ্তানি করেছে ৯৫৮ কোটি ডলারের পোশাক।
আপনার মতামত লিখুন :