নরসিংদী রেলস্টেশনে রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মো. বাদল মিয়া (৩৫)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মনাকষা এলাকার মো. মোর্শেদ আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইন পার হয়ে ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন বাদল মিয়া। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাদল মিয়া ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে যুবকের লাশ উদ্ধার করেন। পরে যুবকের ব্যবহৃত মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
আপনার মতামত লিখুন :