Ad Space 100*120
Ad Space 100*120

রেলসেতুতে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কা, তরুণ নিখোঁজ


প্রকাশের সময় : ২ years ago
রেলসেতুতে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কা, তরুণ নিখোঁজ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলসেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সময় উপকূল এক্সপ্রেস নামের ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে এক তরুণ নিখোঁজ হয়েছেন। শনিবার বিকেল পাঁচটার দিকে ঘোড়াশাল রেলসেতুর মাঝামাঝি অংশে এ ঘটনা ঘটে। নিখোঁজ তরুণকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

নিখোঁজ তরুণের নাম অলি মিয়া (১৮)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে। অলি মিয়া নরসিংদীর মাধবদীতে চাচার বাড়িতে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।