Ad Space 100*120
Ad Space 100*120

২৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘নোনাজলের কাব্য’


প্রকাশের সময় : ২ years ago
২৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘নোনাজলের কাব্য’

আগামী ২৬ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘নোনাজলের কাব্য’। শনিবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিচালক রেজওয়ান শাহরিয়ার। মুক্তির আগে সিনেমাটি শুটিং এলাকা পটুয়াখালীর প্রত্যন্ত জেলেপাড়ার জেলেদের দেখানো হবে বলে জানিয়েছেন তিনি।
লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ‘নোনাজলের কাব্য’। পাশাপাশি ছবিটি এবার জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কপ–২৬–এ–ও যাচ্ছে। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ এ আসর চলাকালে ৮ নভেম্বর আইম্যাক্স থিয়েটারে দেখানো হবে বাংলাদেশের এ চলচ্চিত্র।