প্রমোদতরীর মাদক-কাণ্ড মামলায় প্রথম কোনো অভিযুক্ত ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছেন। তবে একজন নয়, দুজন অভিযুক্ত ব্যক্তিকে জাস্টিস বিবি পাটিলের বিশেষ এনডিপিএস কোর্ট গতকাল মঙ্গলবার জামিন দিয়েছেন। এই দুজন হলেন মনীষ রাজগড়িয়া আর অবিন সাহু। এই দুই অভিযুক্ত ব্যক্তি ৫০ হাজার রুপির বিনিময়ে জামিন পেয়েছেন।
অবিন সাহুর কাছ থেকে মাদক পাওয়া যায়নি। তাঁর হয়ে এই মামলা লড়েছিলেন আইনজীবী সানা রইস খান। মনীষ রাজগড়িয়ার কাছ থেকে ২ দশমিক ৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল এনসিবি। তার হয়ে আদালতে মামলা লড়েছিলেন আইনজীবী তারক সইদ।
আপনার মতামত লিখুন :