যুক্তরাজ্যের লন্ডনে সেদিন মেঘলা আকাশ। ১৮ অক্টোবর ‘ডিউন’–এর প্রিমিয়ারে অডেন লাক্স লেস্টার স্কয়ারে জড়ো হওয়া মানুষ ভাবছেন, এই বুঝি ঝিরঝিরিয়ে নামবে বৃষ্টি। বৃষ্টি সেদিন নেমেছিল কি না, সে খবর আর রাখেনি ফ্যাশন সাময়িকী ‘ব্রিটিশ ভোগ’। কেননা সেই সময় নেমে এসেছিলেন জেন্ডায়া। পরনে ৫৮ বছর বয়সী মার্কিন ডিজাইনার রিক ওন্সের ডিজাইন করা গাউন।
আপনার মতামত লিখুন :