সেনা অভ্যুত্থানের জেরে সুদানের সদস্যপদ স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পর তারা সদস্যপদ ফিরে পাবে। গতকাল বুধবার ৫৫ সদস্য দেশের জোটটি এক টুইটে এ সিদ্ধান্তের কথা জানায়।
এদিকে সেনাদের কঠোর অবস্থান উপেক্ষা করে সামরিক শাসনের বিরোধিতায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিদিনই রাজধানী খার্তুমসহ বিভিন্ন রাজপথে নামছেন বিক্ষুব্ধ মানুষ। বাড়ছে সেনাদের বিরুদ্ধে গণ–অনাস্থাও। এ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে মুক্তি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সস্ত্রীক তিনি নিজ বাসভবনে ফিরেছেন।
আপনার মতামত লিখুন :