একটা সময় টেলিভিশনে নজরুলসংগীতের অনুষ্ঠান মানেই ছিল সংগীতশিল্পী শবনম মুশতারীর উজ্জ্বল উপস্থিতি। কয়েক বছর ধরে এই শিল্পীকে কোথাও দেখা যাচ্ছিল না। ২৫ অক্টোবর ছিল এই শিল্পীর জন্মদিন। সেদিন শিল্পীর ছোটবেলার বন্ধু রেবেকা সুলতানা তাঁর অনেকগুলো ছবি তোলেন। বুধবার রাতে সেই ছবির একটি ফেসবুকে পোস্ট করা হলে অন্য রকম শবনম মুশতারীকে দেখে চমকে যান সবাই। কেউ কেউ বলেন, এ কী হাল হয়েছে।
কী হয়েছে খোঁজ নিতে শবনম মুশতারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। বুধবার রাত নয়টায় তাঁর ছোট দুই বোন পারভীন মুশতারী ও ইয়াসমীন মুশতারীর সঙ্গে কথা বলে প্রথম আলো। দুই বোনই জানালেন, শবনম মুশতারী স্মৃতিশক্তি হারিয়েছেন। কাউকে চেনেন না। কথাবার্তাও অসংলগ্ন। তবে কাউকে না চিনলেও তা বুঝতে দেন না।
আপনার মতামত লিখুন :