ঘটনা ২০১৯ সালের ২১ অক্টোবর। বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী থেকে মোটরসাইকেলযোগে একটি মামলায় দিনাজপুর আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৮), জাকিউল আফতাব বাবু (৪৫) ও সোলায়মান আলী (৪২)। পথে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম ও জাকিউল আফতাব বাবু মারা যান। প্রাণে বেঁচে যান সোলায়মান আলী।
দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন হারুন অর রশিদ। আমবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ডান পা ও ডান হাত ভেঙে যায় হারুনের। গত বছর মার্চ মাসে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
আপনার মতামত লিখুন :