ডিভিশন পেয়ে আয়েশে আছেন অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধান। তিন সপ্তাহ আগে ক্যাটাগরি-২-এর ভিআইপি বন্দী হিসেবে তাঁকে ডিভিশন দেওয়া হয়। ডিভিশন পাওয়ার পর এখন তিনি কাশিমপুর কারাগার-১-এর চতুর্থ তলায় ৪০ নম্বর কক্ষে আছেন। ২০১৯ সালে গ্রেপ্তার হওয়ার পর দুই বছর তিনি কারাগারে সাধারণ বন্দী হিসেবে ছিলেন।
ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আরেকটি মামলা করে। সম্প্রতি তিন মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
কারাবিধি অনুযায়ী রাজনৈতিক ও সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন ব্যক্তিদের কারাগারে ডিভিশন দেওয়া হয়। কারাবিধির ৬১৭(২)-এ বলা হয়েছে, নাগরিকত্বনির্বিশেষে সামাজিক মর্যাদা, শিক্ষা এবং অভ্যাসের কারণে জীবনমান উন্নত মানের, এমন বন্দীরা ডিভিশন-২ প্রাপ্তির যোগ্য হবেন।
আপনার মতামত লিখুন :