Ad Space 100*120
Ad Space 100*120

নবীজি (সা.)–এর উম্মত হিসেবে আমাদের করণীয়


প্রকাশের সময় : ১ বছর আগে
নবীজি (সা.)–এর উম্মত হিসেবে আমাদের করণীয়

বিশ্বপ্রভু মহান আল্লাহ তাআলা বিশ্বশান্তির জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে পাঠালেন। বিশ্বজাহান আনন্দে গেয়ে উঠল, ‘বালাগাল উলা বি কামা-লি হি, কাশাফাদ দুজা বি জামা-লি হি; হাছুনাত জামিউ খিছ-লি হি, ছল্লু আলাইহি ওয়া আ-লি হি।’ সবার ওপরে আসন যাঁর, তাঁর রূপের ঝলকে কেটেছে আঁধার, সবকিছুই সুন্দর তাঁর; দরুদ তাঁকে ও তাঁর পরিবার।

ইনসানে কামিল বা পরিপূর্ণ মানব তিনি। মানবীয় অবয়বে আল্লাহর গুণাবলি যতটুকু সম্ভব, তার সর্বোচ্চ সমাহার ঘটেছিল মহানবী (সা.) এর মধ্যে। তাঁর জীবন ছিল জীবন্ত কোরআন। তাঁর শুভাগমনে ইসলামের পরিপূর্ণতা ঘটেছে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহর রং! আর আল্লাহর রং অপেক্ষা অধিকতর সুন্দর রং কী হতে পারে? আমরা তাঁরই ইবাদতকারী অনুগত বান্দা।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৩৮)