এ ম্যাচের আগেই বলেছিলাম, বিশ্বকাপে এখন ব্যক্তিগত কিছু অর্জন লক্ষ্য হওয়া উচিত। তবে সেটার জন্য কোনো প্রচেষ্টা দেখলাম না। ইংল্যান্ড পরিষ্কার একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ ম্যাচ থেকে বাংলাদেশের কোনো অর্জন দেখি না।
ওপেনিং নিয়ে শুরু থেকেই একটা দুর্ভোগ যাচ্ছে। লিটনের মতো এমন সুযোগ পৃথিবীর কোনো ব্যাটসম্যান পায় কি না, জানি না। এ দিনও দুটি চারের ঝলকের পর বাস্তবতাটা আগের মতোই দুঃখজনক। এটাই বলে দেয় দলের অবস্থাটা কী। একজন খেলোয়াড়ের এতবার ব্যর্থ হওয়ার পরও যখন প্রথম একাদশে জায়গা নিশ্চিত হয়, দল তার কাছ থেকে ভালো শুরু আশা করে, তখন দলের ছবিটাই ফুটে ওঠে। সাকিব ওপরের দিকে রান না পেলে কী হয়, সেটা এ ম্যাচেও দেখতে পেলাম। শুরুতে বা শেষে দ্রুত রান তোলার তাগাদাও দেখলাম না বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের। বোলাররাও গড়পড়তা বোলিং করে গেল। খুবই দুর্ভাগ্যজনক, শুধুই নিয়মরক্ষার ম্যাচ মনে হলো এটাকে।
আপনার মতামত লিখুন :