Ad Space 100*120
Ad Space 100*120

বাবার ছবিতে চাচার সংগীতে গাইবেন হৃতিক


প্রকাশের সময় : ১ বছর আগে
বাবার ছবিতে চাচার সংগীতে গাইবেন হৃতিক

২০০৬ সালের ২৩ জুন মুক্তির পেয়েছিল ‘কৃশ’। মুক্তির পর দেড় দশক কেটে গেলেও এই ভারতীয় সুপারহিরোকে নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। মাঝখানে মুক্তি পেয়েছে আরও তিনটি পর্ব। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির ৪ নম্বর ছবি অর্থাৎ ‘কৃশ ৪’–এর ঘোষণা দিলেন স্বয়ং হৃতিক রোশন। হৃতিক নিজেই কৃশের ১৫ বছর উদ্‌যাপন উপলক্ষে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে এই ইঙ্গিত দিয়েছেন। ক্যাপশনে লেখেন, ‘অতীত ঘুচে গেছে, এখন ভবিষ্যৎ কী তা–ই দেখার অপেক্ষায়।’

ঘোষণার পর থেকে ‘কৃশ’ এবং হৃতিকভক্তদের বেশ আগ্রহ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে শুধু কি সিনেমা? না, এবার রয়েছে অন্য এক চমক। সিনেমায় একটি গানও গাইবেন হৃতিক।