Ad Space 100*120
Ad Space 100*120

বাসনকোসনে ঐতিহ্যের ছোঁয়া


প্রকাশের সময় : ১ বছর আগে
বাসনকোসনে ঐতিহ্যের ছোঁয়া

সম্প্রতি আরাজ সিরামিকের ওপর এই দুই মোটিফের কাজই তুলে ধরেছে। এ বিষয়ে আরাজ সিরামিকের স্বত্বাধিকারী সাজ্জাদ আলী শরীফ বলেন, ‘শুধু দেশের মধ্যে নয়, প্রবাসী বাঙালি ও পর্যটকদের কাছেও আমরা বেশ সাড়া পাচ্ছি। আমাদের নকশাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে জামদানি ও নকশিকাঁথা মোটিফের সিরামিকের পণ্যগুলো।