বিচ্ছেদ হয়ে গেছে এক দম্পতির। আলাদা থাকছেন তাঁরা। কিন্তু পোষা কুকুরটিকে নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। প্রিয় কুকুরটিকে হাতছাড়া করতে চান না দুজনের কেউই। শেষ অবধি বিষয়টি গড়ায় আদালতে। পোষা কুকুরটিকে নিজেদের কাছে রাখার আবেদন জানান সদ্যবিচ্ছেদ হওয়া স্বামী–স্ত্রী দুজনেই। আদালত দুপক্ষের বক্তব্য শোনার পর কুকুরটির দেখভালের দায়িত্ব স্বামী–স্ত্রী দুজনকে ভাগ করে দিয়েছেন।
ঘটনাটি ইউরোপের দেশ স্পেনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মাদ্রিদের এক দম্পতির পান্ডা নামে পোষা একটি কুকুর রয়েছে। সম্প্রতি ওই দম্পতি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে বিচ্ছেদের পর পান্ডা কার কাছে থাকবে এটা নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় আদালতের দ্বারস্থ হন দুজনে। কুকুরটিকে নিজেদের কাছে রাখার আবেদন করেন তাঁরা।
আপনার মতামত লিখুন :