বিদ্যমান আইন অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত ব্যাংকের খেলাপি ঋণ (কোম্পানি) পরিশোধের সুযোগ আছে। কিন্তু কৃষিঋণ এবং বিভিন্ন সেবা খাতের বিল খেলাপি থাকলে তা পরিশোধ করতে হয় মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত সাত দিন আগে। কৃষিঋণ ও বিলখেলাপিদের বিষয়েও এবার নমনীয় হতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই দুই খেলাপির ক্ষেত্রেও মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত সুযোগ দিতে চায় ইসি। এটিসহ গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) মোট ১০টি সংশোধনী আনার প্রস্তাব তৈরি করছে ইসি।
গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনাররা এসব প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। তবে কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদের শেষ সময়ে এসে আরপিও সংশোধন নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। শেষ সময়ে এসে নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ না নিয়ে বিষয়টি নতুন কমিশনের ওপরই ছেড়ে যাওয়া উচিত। কারণ, নতুন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।
আপনার মতামত লিখুন :