Ad Space 100*120
Ad Space 100*120

ম্যাক্সি ড্রেসে অভিজাত সোনম


প্রকাশের সময় : ১ বছর আগে
ম্যাক্সি ড্রেসে অভিজাত সোনম

আমাদের মা–খালারা ঘরে প্রায়ই ম্যাক্সি পরেন। তবে সেটা কোনো ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করে না। সেই একই রকম পোশাক যখন সোনম কাপুরদের মতো ফ্যাশন আইকনরা পরেন, তখন যেন ম্যাক্সির মর্যাদাই এক লাফে ওপরে উঠে যায় অনেকখানি। সম্প্রতি ‘ভোগ, ইন্ডিয়া’ সাময়িকী সোনম কাপুরের পাঁচটি ম্যাক্সি নিয়ে একটি বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, সোনমের আগে ‘দ্য কুইন্স গ্যাম্বিট’ তারকা অ্যানা টেইলর–জয় ভেনিস ফিল্ম ফেস্টিভালে মার্কিন পোশাক নির্মাতা রোড আর্টের ফুলেল ম্যাক্সি পরে হইচই ফেলেছেন।