Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুর কমলনগরে বাড়ি থেকে বের হয়ে ২ বোন নিখোঁজ


প্রকাশের সময় : ১ বছর আগে
লক্ষ্মীপুর কমলনগরে বাড়ি থেকে বের হয়ে ২ বোন নিখোঁজ

প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার কমলনগরে নাজমা আক্তার (১৫) ও পপি আক্তার (১৪) নামের ২ কিশোরী নিখোঁজ হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) ভোররাতে তারা নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুই কিশোরী সম্পর্কে চাচাতো বোন। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) নুরুল ইসলাম ২ কিশোরী নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, নাজমা আক্তার উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিডু মাঝি বাড়ির শামছুল হকের মেয়ে। সে স্থানীয় মুন্সিরহাট আলিম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। পপি আক্তার একই বাড়ির নুরুল হকের মেয়ে। এ দিকে তাদেরর সন্ধান না পেয়ে পরিবারের লোকজন উদ্বোগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।