Ad Space 100*120
Ad Space 100*120

সারা দেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৮প্রো ও সি২১


প্রকাশের সময় : ২ years ago
সারা দেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৮প্রো ও সি২১

সারা দেশে পাওয়া যাচ্ছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৮প্রো এবং রিয়েলমি সি২১। সম্প্রতি তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে একই সাথে তাদের দুটি ট্রেন্ড-সেটিং স্মার্টফোন দেশের বাজারে এনেছে। লকডাউনের সময় গ্রাহকদের জন্য থাকছে হোম ডেলিভারি সুবিধা।

রিয়েলমি ৮প্রো-এ আছে (৮+১২৮ জিবি) মেমোরি ভেরিয়েন্ট এবং পাওয়া যাবে ইনফিনিট ব্লু ও ইনফিনিট ব্ল্যাক, এই দুই কালারে।২৭ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন। অন্যদিকে রিয়েলমি সি২১ ক্রস ব্ল্যাক এবং ক্রস ব্লু, এই দুটি কালারে পাওয়া যাচ্ছে যার দাম ১১ হাজার ৯৯০ টাকা।

রিয়েলমি ৮প্রো-তে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫০ ওয়াট সুপারডার্ট চার্জ যা মাত্র ১৭ মিনিটে ৫০ ভাগ চার্জ দ্রুততম সময়ে এবং নিরাপদভাবে গ্রহণ করতে সক্ষম। পাশাপাশি, ৮প্রো রিয়েলমির সর্বপ্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন, যা পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রিতেই সর্বোচ্চ পিক্সেল।

স্মার্ট আইএসও প্রযুক্তির কল্যাণে এই ফোনে আছে স্বয়ংক্রিয়ভাবে সেরা আইএসও বেছে নেওয়ার সুবিধা, যার সাহায্যে একজন ব্যবহারকারীরা পর্যাপ্ত আলো না থাকলেও তুলতে পারবেন রঙিন, স্পষ্ট এবং উজ্জ্বল ছবি।