Ad Space 100*120
Ad Space 100*120

সুইসাইড নোট’ লিখে ফেলা মানুষটিই এখন অন্যের জীবন বাঁচান


প্রকাশের সময় : ১ বছর আগে
সুইসাইড নোট’ লিখে ফেলা মানুষটিই এখন অন্যের জীবন বাঁচান

৩২ বছর বয়সী ক্যাম অ্যাডায়ার নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবছিলেন। এমন বিধ্বংসী চিন্তা মাথায় আসার পর ক্যাম বুঝতে পারেন, তিনি ভিডিও গেমসে আসক্ত। আর এই আসক্তি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ক্যাম বলেন, ‘আমি ১০ বছর ধরে এ সমস্যায় ভুগেছি। হাইস্কুল থেকে ঝরে পড়েছি। কখনো কলেজে যাওয়া হয়নি। চাকরি করছি, এমন ভান করে পরিবারকে ধোঁকা দিয়েছি। একপর্যায়ে আমি একটি সুইসাইড নোটও লিখে ফেলি। সে রাতেই আমি বুঝতে পারি, বাঁচার জন্য আমার সাহায্য দরকার। এখন আমি গেমসের আসক্তি ছাড়া ৩ হাজার ৮৬০ দিন পার করে দিয়েছি।’

কানাডার নাগরিক ক্যাম ভিডিও গেমসের আসক্তি থেকে বেরিয়ে চমৎকার একটি উদ্যোগ নেন। যেসব মানুষ ভিডিও গেমসের আসক্তিতে ভুগছে, তাদের সাহায্যের জন্য ক্যাম ‘গেম কুইটারস’ নামের অনলাইনভিত্তিক একটি সহায়ক গ্রুপ প্রতিষ্ঠা করেন। বিশ্বজুড়ে এই গ্রুপের সদস্যসংখ্যা ৭৫ হাজারের বেশি।