ঢাকা, ০৮ এপ্রিল ২০১৮: চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩৮ টাকা কেজিতে চাল ও ২৬ টাকা কেজিতে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আতপ চাল ৩৭ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। জানালেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।রোববার সচিবালয়ে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এবার মোট ৮ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। এছাড়া দেড় লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
তিনি জানান, কৃষকদের কাছ থেকে সরাসরি এসব ধান ও চাল কিনবে সরকার। তবে এবার অভ্যন্তরীণভাবে গম সংগ্রহ করা হবে না।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী ২ মে থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং শেষ হবে আগামী ৩১ আগস্ট। বর্তমানে সরকারের ঘরে ১২ লাখ ৯৭ হাজার ৮৪৭ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।
উল্লেখ্য, গত বছর বোরো মৌসুমে ৩৪ টাকায় চাল, ২৪ টাকায় ধান এবং ২৮ টাকা কেজি দরে গম কিনেছিল সরকার।
সে হিসেবে গত বছর থেকে এবার সরকার ৪ টাকা বেশি দরে চাল ও ২ টাকা বেশি দরে কৃষকদের থেকে ধান ক্রয় করবে।
আপনার মতামত লিখুন :