Ad Space 100*120
Ad Space 100*120

৫ গোলে উড়ে ৪৩ বছরের পুরোনো লজ্জা ফেরাল বায়ার্ন


প্রকাশের সময় : ২ years ago
৫ গোলে উড়ে ৪৩ বছরের পুরোনো লজ্জা ফেরাল বায়ার্ন

ম্যাচ শুরু হওয়ার আগে বরুসিয়া মনশেনগ্লাডবাখও এমন কিছুর আশা করে নামেনি। শুধু তারাই নয়, ফুটবল–বিশ্বের কেউই এমন কিছুর কথা কল্পনা করতে পারেনি। কীভাবেই-বা ভাববে? গতকালের আগপর্যন্ত ১৫ ম্যাচে ৬০ গোল করা দল বায়ার্ন এ মৌসুমে বার্সেলোনা, লাইপজিগ বা বেয়ার লেভারকুসেনকে নাকানি-চুবানি খাইয়েছে। কাল জার্মান কাপে তাই যা হয়েছে, সেটা একটু বিস্ময় জাগাতে বাধ্য। এমন ঘটনা যে ঘটেনি গত ৪৩ বছরে!

জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে গতকাল ম’গ্লাডবাখের মুখোমুখি হয়ে ৫-০ গোলে হেরেছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ! ১৯৭৮ সালের পর সব ধরনের প্রতিযোগিতাতেই কোনো প্রতিপক্ষের কাছে ৫ গোলের ব্যবধানে হারেনি বায়ার্ন মিউনিখ।