ম্যাচ শুরু হওয়ার আগে বরুসিয়া মনশেনগ্লাডবাখও এমন কিছুর আশা করে নামেনি। শুধু তারাই নয়, ফুটবল–বিশ্বের কেউই এমন কিছুর কথা কল্পনা করতে পারেনি। কীভাবেই-বা ভাববে? গতকালের আগপর্যন্ত ১৫ ম্যাচে ৬০ গোল করা দল বায়ার্ন এ মৌসুমে বার্সেলোনা, লাইপজিগ বা বেয়ার লেভারকুসেনকে নাকানি-চুবানি খাইয়েছে। কাল জার্মান কাপে তাই যা হয়েছে, সেটা একটু বিস্ময় জাগাতে বাধ্য। এমন ঘটনা যে ঘটেনি গত ৪৩ বছরে!
জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে গতকাল ম’গ্লাডবাখের মুখোমুখি হয়ে ৫-০ গোলে হেরেছে জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ! ১৯৭৮ সালের পর সব ধরনের প্রতিযোগিতাতেই কোনো প্রতিপক্ষের কাছে ৫ গোলের ব্যবধানে হারেনি বায়ার্ন মিউনিখ।
আপনার মতামত লিখুন :