Ad Space 100*120
Ad Space 100*120

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে লক্ষ্মীপুরে গণঅনশন চলছে


প্রকাশের সময় : ২ years ago
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে লক্ষ্মীপুরে গণঅনশন চলছে

প্রতিনিধি: কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করার দাবিতে গণঅনশনে শুরু করেছে দলের নেতাকর্মীরা। আজ শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহাব উদ্দিন সাবুর বাসভবণের সামনে এই এই কর্মসূচি শুরু হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহাব উদ্দিন সাবু, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড: সৈয়দ মোহাম্মদ সামছুল আলম, সদস্য সচিব এ্যাড: হাছিবুর রহমান, এ্যাড: হাফিজুর রহমান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, নিজাম উদ্দিন ভৃঁইয়া, এ্যাড: সোহেল মাহমুন, মাহবুবুর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন ষড়ষন্ত্রমূলক মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে। তিনি গুরুতর অসুস্থ তাকে উদ্দেশ্যেমূলক ভাবে বিদেশী চিকিৎসা করতে অনুমতি দেওয়া হচ্ছেনা।
তারা অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি প্রদানের জন্য জোর দাবী জানান।