Ad Space 100*120
Ad Space 100*120

লক্ষ্মীপুরে একটি আদর্শ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘মান্দারী ক্লাব’


প্রকাশের সময় : ২ years ago
লক্ষ্মীপুরে একটি আদর্শ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘মান্দারী ক্লাব’

প্রতিনিধি :স্বেচ্ছায় সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের যৌথ অংশগ্রহণে ২০০৯ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে গঠিত হয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মান্দারী ক্লাব’। দীর্ঘ এক যুগের কার্যক্রমে একটি আদর্শ স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে এই সংগঠনটি। এখানে একক কোনো ব্যক্তির কর্তৃত্ব বা কোনো রাজনৈতিক দলের প্রভাব নেই।
শনিবার সন্ধ্যায় মান্দারী ক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিদের আলোচনায় এ কথা গুলো উঠে আসে। এসময় মান্দারী ক্লাবের উপদেষ্টা নুরুল আমিন, আতিকুর রহমান, ফারুক হোসেন, সৈয়দ মাহবুব মুরাদ, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রাজু ও শাহাদাত হোসেন বাবলু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে আগামী ২ বছরের জন্য মান্দারী ক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে মিজানুর রহমান বাবলুকে মান্দারী ক্লাবের সভাপতি পদে এবং জাহিদুর রহিমকে সাধারণ সম্পাদককে পুনরায় দায়িত্ব দেয়া হয়।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মোশারফ হোসেন রাশেদ, কামাল হোসেন সোহেল, শরিফ হোসেন শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র মালাকার ও আফজাল আহাম্মদ সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মহিউদ্দিন হৃদয়, অর্থ সম্পাদক আওলাদ হোসেন রাব্বু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন নুসুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান রাজু, মহিলা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শারমিন আক্তার এবং কার্যনির্বাহী সদস্য মাহমুদুল করিম মাসুদ, সঞ্জিৎ চন্দ্র পাল ও হাসান মোরশেদ।
এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম ও বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু সহ বিশিষ্ট ৭ ব্যক্তির অংশগ্রহণে উপদেষ্টা পরিষদ এবং স্বাস্থ্যসেবা ও প্রেসিডিয়াম সদস্যের উপকমিটি গঠন করা হয়।
আলোচনা শেষে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রত্যেক সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।